শিশুদের মোবাইল আসক্তি নিয়ে বাবা-মা অনেক চিন্তায় থাকেন। এমন অবস্থাও হয়েছে শিশুরা মোবাইল ছাড়া খেতেও চায়না। দিন দিন শিশুদের স্মার্টফোন আসক্তি বেড়েই যাচ্ছে। এতে করে তাদের মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে।
এই এ পরিস্থিতি থেকে উত্তরণে ব্যতিক্রমী এক পদক্ষেপ নিয়েছে ইন্দোনেশিয়ার বান্দুং শহর কর্তৃপক্ষ। মোবাইল ফোনের আসক্তি কমাতে শিশুদের দেয়া হয়েছে জীবন্ত মুরগির বাচ্চা।
কর্তৃপক্ষ জানায়,সরকারের ‘চিকেনিসেশন’ প্রকল্পের আওতায় স্কুলের শিশুদের মাঝে মুরগীর বাচ্চা বিতরণ করা হচ্ছে। শিশুরা এই বাচ্চা বাসায় নিয়ে যেতে পারবে এবং তারা এর লালনপালন করবে। আর যদি বাসায় জায়গা না থাকে তাহলে স্কুলে রেখে যেতে পারবে। স্কুলে এসে মুরগীর বাচ্চার দেখা শুনা করবে।
প্রকল্পের আওতায় দুই হাজার শিশুর মাঝে চারদিন বয়সী মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
Leave a reply