আফগান ক্রিকেটার শফিকুল্লাহ ৬ বছরের জন্য নিষিদ্ধ

|

Afghanistan's Shafiqullah Shafaq plays a shot during the World T20 cricket tournament match between England and Afghanistan at The Feroz Shah Kolta Cricket Stadium in New Delhi on March 23, 2016. / AFP / PRAKASH SINGH (Photo credit should read PRAKASH SINGH/AFP/Getty Images)

বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএল ও আফগান প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টায় সব ধরনের ক্রিকেট থেকে ৬ বছর নিষিদ্ধ করা হয়েছে আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান শফিকুল্লাহ শফিককে।

সবশেষ বঙ্গবন্ধু বিপিএলে সিলেট থান্ডারের হয়ে খেলেছেন শফিকুল্লাহ। সেখানে ম্যাচ ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন এই আফগান। তিন ম্যাচ খেলে করেছিলেন মাত্র ১৮ রান। শুধু বিপিএল নয়, ২০১৮ সালের আফগানিস্তান প্রিমিয়ার লিগেও ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন শফিক। তার বিরুদ্ধে আনা সবকটি অভিযোগ স্বীকার করেছেন তিনি।
রোববার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সাজার বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ।

৩০ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৪টি ওয়ানডে ও ৪৬টি টি-টোয়েন্টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply