করোনা সংকটেও রেকর্ড রেমিটেন্স ও রিজার্ভ

|

করোনা সংকটেও অর্থনীতিতে এলো স্বস্তির বার্তা। রিজার্ভ এবং প্রবাসীদের পাঠানো অর্থের রেকর্ড গড়েছে বাংলাদেশ। দেশে এই প্রথম রিজার্ভ ছুঁয়েছে ৩৬ বিলিয়ন ডলারের মাইলফলক। একইসঙ্গে এক মাসে দেশে এসেছে রেকর্ড ১৮৩ কোটি ৩০ লাখ ডলারের রেকর্ড রেমিটেন্স।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ৩০ জুন শেষ হওয়া ২০১৯-২০ অর্থবছরে মোট এক হাজার ৮২০ কোটি ৩০ লাখ বা ১৮ দশমিক দুই শূন্য বিলিয়ন ডলার রেমিটেন্স পাঠিয়েছেন বিভিন্ন দেশে অবস্থানকারী প্রবাসীরা। যা আগের ২০১৮-১৯ অর্থবছরের চেয়ে ১০ দশমিক আট পাঁচ ভাগ বেশি।

রেমিটেন্সে ভর করে মাত্র এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৬ বিলিয়ন ডলার। রেমিটেন্স বেশি আসার পেছনে ২ শতাংশ প্রণোদনা সহায়তা বড় ভুমিকা রেখেছে বলে মনে করে অর্থমন্ত্রনালয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply