খাবার ও পানি সংকটে গাইবান্ধার অর্ধলাখ বানভাসি মানুষ

|

খাবার ও পানি সংকটে গাইবান্ধার অর্ধলাখ বানভাসি মানুষ

গাইবান্ধা প্রতিনিধি:

নদ-নদীর পানি কমায় গাইবান্ধা জেলার সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ও ঘাঘট নদীর নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে দুর্ভোগ কমেনি পানিবন্দী ৫০ হাজার মানুষের। এদিকে বাসভাসিরা আশ্রয় নিয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সরকারি আশ্রয় কেন্দ্র ও বিভিন্ন উঁচু সড়কে।

বানভাসি এসব মানুষের মাঝে বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। পয়-নিষ্কাশন ব্যবস্থা না থাকায় আরও দুর্ভোগ বেড়েছে তাদের। ঘরে খাবার না থাকায় অনাহারে মানবেতর দিন কাটছে দুর্গতদের।

প্রশাসনের হিসেবে, জেলার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলার ২৬টি ইউনিয়নের চরাঞ্চল ও নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। জেলায় এ পর্যন্ত বন্যা ও ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লাখ ২২ হাজারের বেশি মানুষ।

এদিকে তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা ও ঘাঘট নদীর তীব্র ভাঙনে বিলীন হচ্ছে তীরবর্তী গ্রাম। গত ১৫ দিনের ভাঙনে অন্তত ৩০টি গ্রাম বিলীন হয়ে গেছে। অনেক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply