বিশ্বকাপ বিক্রির অভিযোগ: শ্রীলঙ্কান পুলিশের তদন্ত প্রতিবেদন দাখিল

|

ছবি: সংগৃহীত

অবশেষে দ্রুততম সময়ের মধ্যেই ২০১১ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল নিয়ে বিতর্কের শেষ, সেই সাথে তদন্তের সমাপ্তিও ঘোষণা করেছে শ্রীলংকান পুলিশ।

এর আগে সে সময়ের ক্রীড়া মন্ত্রী মাহিন্দানন্দ আলুতগামাগে ইন্দো-লংকার সেই ফাইনাল নিয়ে অভিযোগ এনে বলেন, মাহেলা-সাঙ্গাকারা ইচ্ছে করেই ছেড়ে দিয়েছিল ম্যাচটি। খোদ ক্রীড়া মন্ত্রীর এমন অভিযোগের দ্রুত তদন্ত শুরু করে লংকান পুলিশ। একে একে তলব করা হয় ২০১১ দলটির অধিনায়ক সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে আর উপল থারাঙ্গাকে।

তাছাড়া তদন্ত কমিটির সামনে হাজির হয়েছিলেন সে সময়ের প্রধান নির্বাচক ও দেশটির বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক অরবিন্দ ডি সিলভাও।

এদিকে, তদন্ত শেষে কমিটি প্রধান পুলিশ সুপার জগত ফনসেকা জানিয়েছেন, “সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদে সাবেক ক্রীড়া মন্ত্রীর আনা ১৪ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাইনি আমরা। সে কারণে তদন্তের সমাপ্তি টেনে প্রতিবেদন আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি।”

ইউএইস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply