হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত যুক্তরাজ্যের

|

হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত যুক্তরাজ্যের

হংকংয়ের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে যুক্তরাজ্য। স্বায়ত্বশাসিত অঞ্চলটিতে চীনের নতুন নিরাপত্তা আইন জারির প্রতিক্রিয়ায় এমন সিদ্ধান্ত যুক্তরাজ্যের।

চীনের আরোপ করা এই আইনকে আন্তর্জাতিক নীতির গুরুতর লঙ্ঘন দাবি করে চুক্তি স্থগিতের কথা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব। এর ফলে ৩০ বছরের বেশি সময় ধরে থাকা চুক্তি স্থগিত করতে যাচ্ছে ব্রিটেন।

তবে প্রত্যর্পণ চুক্তি বাতিলের সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। পাশাপাশি কড়া জবাব দেয়ার প্রতিজ্ঞা বেইজিংয়ের।

এদিকে নতুন নিরাপত্তা আইন জারির পর হংকংয়ের প্রায় ৩০ লাখ বাসিন্দাকে নাগরিকত্ব দেয়ার পরিকল্পনা যুক্তরাজ্যের। এরআগে হংকংয়ের সঙ্গে অপরাধী প্রত্যর্পণ চুক্তি স্থগিত করেছে অস্ট্রেলিয়া ও কানাডা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply