বাগেরহাটে ১৩ হাজার ৬’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

|

বাগেরহাট প্রতিনিধি:

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ও করোনার কারণে কর্মহীন হয়ে পড়া বাগেরহাট সদর উপজেলার ১৩ হাজার ৬’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, গাছের চারা ও মাস্ক বিতরণ শুরু হয়েছে।

উপজেলা প্রশাসন ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী, গাছের চারা ও মাস্ক বিতরণ করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়ন পরিষদের সামনে সংসদ সদস্যের পক্ষে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলার ১০টি ইউনিয়নের করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া ১৩ হাজার ৬’শ পরিবারের প্রত্যেককে ১০ কেজির প্যাকেটে চাল, ডাল, তেল, আলু, পেয়াজসহ প্রত্যেককে গাছের চারা, মাস্ক দেয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেররুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply