ম্যাচের মাঝেই ট্রফিতে ভারতের নাম লিখে বিসিসিআই, ম্যাচ শেষে বিজয়ী হয় পাকিস্তান

|

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে আয়োজিত ভারত-পাকিস্তান ম্যাচে ভারতীয় ক্রিকেট বোর্ড কর্মকর্তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে ম্যাচের প্রথম ইনিংস শেষ হতেই তারা ট্রফির গায়ে বিজয়ী হিসেবে ভারতের নাম খোদাই করে নেন। সম্প্রতি এমন তথ্য দিয়েছেন সাবেক পাক অধিনায়ক ইনজামাম উল হক। খবর হিন্দুস্তান টাইমস’র।

২০০৪ সালে কলকাতার ইডেন গার্ডেনে আয়োজিত সেই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৯২ রান সংগ্রহ করার পরই ট্রফিতে ভারতের নাম খোদাই করে নেয় ভারতীয় ক্রিকেট কর্তারা।

কিন্তু পালটা ব্যাট করতে নেমে ৪৯ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৯৩ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।

ইনজামাম বলেন, ‘বিসিসিআইয়ের প্ল্যাটিনাম জুবিলি ম্যাচ খেলার জন্য ভারত থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে প্রাক্তন ভারত ও পাক ক্রিকেটারদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল। ইনিংসের মাঝে প্রাক্তন ক্রিকেটারদের মাঠে ঘোরানো হয়েছিল।’

ইনজামাম জানান, ‘বিসিসিআই বড় একটা ট্রফির আয়োজন করেছিল ম্যাচের জন্য। ভারত প্রথমে ব্যাট করে ২৯২ রান তোলার পর তারা ম্যাচে জয় নিয়ে একপ্রকার নিশ্চিত হয়ে যায়। কারণ ইডেনে এরআগে এত বড় টার্গেট তাড়া করে কোনও দল ম্যাচ জেতেনি তখনও। তাছাড়া ভারত অত্যন্ত ভালো দল ছিল। সেকারণে ইনিংসের বিরতিতেই সেলিব্রেশন শুরু করে দিয়েছিল ভারতীয়রা। এমনকি বিসিসিআই ভারত ম্যাচ জিতছে ভেবে ইনিংস ব্রেকে ট্রফির গায়ে ভারতের নামও লিখে ফেলে। যদিও আমরা সহজেই জিতে যাই ম্যাচটা।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply