দীর্ঘ বিরোধের অবসান ঘটিয়ে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত যুক্তরাজ্য ও ইইউ

|

দীর্ঘ বিরোধের অবসান ঘটিয়ে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তিতে একমত হলো যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন। বৃহস্পতিবার, উভয়পক্ষের বরাত দিয়েই জানানো হয় এ সুসংবাদ।

এই চুক্তিকে ঐতিহাসিক বলছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি বলেন, অর্থ-সীমানা-আইন এবং লক্ষ্যের প্রতি নিয়ন্ত্রণ ফিরে এসেছে যুক্তরাজ্যের। জনসন জানান- চুক্তির আওতায় বিভিন্ন প্রতিষ্ঠান এবং রফতানিকারকরা ইইউ জোটের সাথে আরও বেশি বাণিজ্যের সুযোগ পাবে। দেশজুড়ে কর্মসংস্থান আরও সুরক্ষিত হবে; যাতে ইউরোপের বাজারে শুল্কহীন পণ্য বিক্রির সুযোগ পাবেন ব্রিটিশরা।

যুক্তরাজ্য গেলো ৩১ জানুয়ারি ইইউ ছাড়লেও; ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিলো দু’পক্ষের মধ্যে বাণিজ্যিক চুক্তিতে পৌঁছানোর সুযোগ। এরফলে, যুক্তরাজ্য ও ইইউ আলাদা বাজার গড়ে তুলবে। বন্ধ হয়ে যাবে অবাধ চলাচল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply