হংকংয়ে ৫৩ গণতন্ত্রপন্থি এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার

|

হংকংয়ে ৫৩ গণতন্ত্রপন্থি এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতার

হংকংয়ে ‘জাতীয় নিরাপত্তা আইন’ ভঙ্গের দায়ে ৫৩ গণতন্ত্রপন্থি এবং মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে। বুধবার সকালে চালানো হয় সাঁড়াশি অভিযান।

ডেমোক্র্যাটিক পার্টির অভিযোগ, গণতন্ত্রপন্থিদের বাড়িতে চালানো হয় অভিযান। জেলে থাকা বিরোধী নেতা জোশুয়া ওংয়ের বাসভবন-অফিসেও তল্লাশি চালায় পুলিশ। জব্দ করে কিছু লিফলেট।

ধারণা করা হচ্ছে, গত জুলাইয়ে স্বাধীনভাবে বিরোধীদের ভোট আয়োজনের জেরেই এ ধরপাকড়। আটককৃতদের সবাই সরকার বিরোধী আন্দোলনের নেতা। ২০১৯ সাল থেকেই, স্বায়ত্ত্বশাসিত হংকংয়ে চীনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে চলছে আন্দোলন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply