উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মিনুকে রাজশাহী আ’লীগের আল্টিমেটাম

|

রাজশাহী প্রতিনিধি:

উস্কানিমূলক বক্তব্য দেওয়ার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুকে ক্ষমা চাওয়ার জন্য ৭২ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সমাবেশের আগে নগরী কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজারে সমাবেশে মিলিত হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টার চত্বরে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু সহজ শীর্ষ নেতারা। বক্তব্য প্রদানকালে মিনু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশে বলেন, আজ সন্ধ্যার সময়, কালকে সকাল তোমার নাও হতে পারে। মনে নাই পঁচাত্তর সাল? পঁচাত্তর সাল মনে নাই?

১৯৭৫ সালের ১৫ আগস্ট নিয়ে মিনুর এমন বক্তব্যে নিন্দা ও সরব হয়েছেন আওয়ামী আওয়ামী লীগের নেতাকর্মীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply