বয়স বাড়লেও দিলশানের ব্যাটের ধার কমেনি!

|

দিলশানের বয়স বাড়লেও তার ব্যাটের বয়স হয়তো বাড়েনি। পঁয়তাল্লিশে ছুঁই ছুঁই এই লঙ্কান তারকার ব্যাটের ‘শান’ আজও কমেনি।

২০১৬ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো দিলশান দীর্ঘদিন পর খেলতে নেমে ভারতের মাঠে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন। তার ব্যাটে ভর করে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের অষ্টম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে শ্রীলঙ্কা লিজেন্ডস ক্রিকেট দল।

এই জয়ে চার খেলায় ১২ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলের দ্বিতীয় পজিশনে উঠে গেলো ১৯৯৬ সালের বিশ্বকাপজয়ী দলটি। শ্রীলঙ্কার চেয়ে এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে শচিন টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত। আর দুই ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে সবার নীচে পড়ে আছে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ।

সোমবার ভারতের রায়পুরে আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮ দশমিক ৫ ওভারে ৮৯ রানে অলআউট জন্টি রোডসের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। মামুলি স্কোর তাড়ায় ১৩ দশমিক ২ ওভারেই জয়ের বন্দরে নোঙর ফেলে শ্রীলঙ্কা।

ইনিংসের তৃতীয় ওভারে মাত্র ৮ রানে ফেরেন লঙ্কান কিংবদন্তি ব্যাটসম্যান সনাথ জয়সুরিয়া। এরপর উপল থারাঙ্গাকে সঙ্গে নিয়ে ৬৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দিলশান। ৪০ বলে সাতটি চারের সাহায্যে অপরাজিত ৫০ রান করেন তিনি। ৩১ বলে ২৭ রান করেন উপল থারাঙ্গা।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা লিজেন্ডস : ৮৯/১০ (১৮.৫ ওভার)
পুটিক ৩৯, ডি ব্রুইন ১৫
হেরাথ ১১/২, কুলাসেকারা ১৩/২

শ্রীলঙ্কা লিজেন্ডস : ৯২/১ (১৩.২ ওভার)
দিলশান ৫০*, থারাঙ্গা ২৭*
ক্রুগার ২৩/১
ফল : শ্রীলঙ্কা লিজেন্ডস ৯ উইকেটে জয়ী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply