প্রজনন স্থলেই মশা নিধন করতে চায় উত্তর সিটি করপোরেশন: মেয়র আতিক

|

ফাইল ছবি।

প্রজনন স্থলেই মশা নিধন করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। এ কারণেই লার্ভিসাইডের উপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

বুধবার সকালে মোহাম্মদপুরে মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির সমন্বিত অভিযান পরিদর্শনে এসে এ কথা জানান তিনি। এ সময়, মশক নিধনকর্মীদের নজরদারি করতে ডিজিটাল মনিটরিং সিস্টেমের কথাও জানান মেয়র।

বুধবার অভিযানের তৃতীয় দিনে মোহাম্মদপুর এবং আদাবর এলাকায় ৯টি ওয়ার্ডে মশক নিধনের সাথে যুক্ত প্রায় ১৪শ’ কর্মী অংশ নিয়েছেন। অভিযান সকাল ৮টার দিকে শুরু হয়েছে, চলবে দুপুর ১২টা পর্যন্ত।

মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে শুধুমাত্র ড্রেন, খাল ও ডোবায় মশক নিধন কার্যক্রম পরিচালনা চালাচ্ছে উত্তর সিটি করপোরেশন। শুক্রবার ছাড়া আগামী ১৬ মার্চ পর্যন্ত এ অভিযান চলবে বলে জানান মেয়র।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply