৮ বছরের জন্য নিষিদ্ধ হিথ স্ট্রিক

|

আইসিসির দুর্নীতি দমন নীতিমালার পাঁচটি ধারা ভঙ্গ করায় ৮ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক।

বাংলাদেশের সাবেক এই পেস বোলিং কোচের নিষেধাজ্ঞার খবর নিশ্চিত করেছে আইসিসি। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের হেড কোচের দায়িত্ব থাকার সময় ও একাধিক ঘরোয়া টুর্নামেন্টে আইসিসির কোড অব কন্ডাক্ট ভঙ্গ করেছিলেন এই কিংবদন্তি পেসার।

জিম্বাবুয়ের এই কোচ ম্যাচ গড়াপেটার সুযোগ করে দেন এমন অভিযোগের সত্যতা মিলেছে আইসিসির অনুসন্ধানে। আইসিসির অ্যান্টি করাপশন ইউনিটের কাছে নিজের দোষও স্বীকার করেছেন হিথ স্ট্রিক।

২০১৮ সালে জিম্বাবুয়ে-আফগানিস্তান সিরিজ, আইপিএল এবং আফগানিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচের তথ্য বাইরে পাচার করেছেন হিট স্ট্রিক। এছাড়া আইসিসির দুর্নীতি দমন কমিটিকে তদন্ত কাজে অসহযোগিতা এবং জুয়ারির থেকে উপঢৌকনের বিনিময়ে তথ্য দিয়েছেন তিনি।

২০১৭ সালের বিপিএল, ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগ, ২০১৮ সালের আইপিএল এবং এপিএলে জুয়ারির এসব প্রস্তাব পেয়েও গোপন অথবা তাদের সহযোগিতা করেন স্ট্রিক। বাংলাদেশ দলের সাবেক পেস বোলিং কোচের বিরুদ্ধে এসব অভিযোগের সত্যতা পায় আইসিসি।

দেশের হয়ে ৬৫টি টেস্ট এবং ১৮৯টি ওয়ানডে খেলেছেন হিথ স্ট্রিক। জিম্বাবুয়ে দলের অধিনায়কও ছিলেন তিনি। টেস্টে ২১৬ টি উইকে শিকারের পাশাপাশি ব্যাট হাতে ১৯৯০ রান সংগ্রহ করেছেন তিনি। ওয়ানডেতে ২৮৯টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে করেছেন ২৯৪৩ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply