সাকিব ভাই মানেই একের ভেতর দুই: সৌম্য সরকার

|

করোনার পর উইন্ডিজের বিপক্ষেই ওয়ানডে সিরিজে সামর্থ্যের প্রমাণ দিয়েছিলো বাংলাদেশের ক্রিকেটাররা। উইন্ডিজের দ্বিতীয় সারির দলকে ধবল ধোলাই করেই সিরিজ জিতেছিল টাইগাররা। ব্যাটে বলে সাকিব আল হাসান ছিলেন সবার সেরা।

এরপরের সিরিজে অচেনা এক বাংলাদেশকে দেখেছে গোটা বিশ্ব। নিউজিল্যান্ডের বিপক্ষে কোনোদিকেই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি টাইগাররা। ফলাফল কিউইদের মাটি থেকে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফেরা। শ্রীলঙ্কার বিপক্ষে আসছে ওয়ানডে সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে বেশ আশাবাদী জাতীয় দলের ক্রিকেটাররা।

বুধবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সৌম্য জানালেন, নিউজিল্যান্ডের বিপক্ষে কী করেছি সেটা নিয়ে আর ভাবতে চাই না। আমরা এখন ভাবছি শ্রীলঙ্কার সাথে কীভাবে ভালো করা যায়। আসলে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে এগুচ্ছি আমরা। তবে ম্যাচ বাই ম্যাচ খেলেই আমাদের এগিয়ে জয় নিশ্চিত করতে হবে।

সৌম্য সরকার আরও বলেন, আমাদের দল কয়েকদিন আগেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে এসেছে শ্রীলঙ্কা থেকে। সে দলের বেশ কয়েকজন ক্রিকেটার ওয়ানডে স্কোয়াডে রয়েছে। তাই শ্রীলঙ্কা দল সম্পর্কে ভালোই ধারণা রয়েছে আমাদের। আশা করি আমরা সিরিজে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারবো।

সৌম্য বলছেন, সাকিব ভাই ও মোস্তাফিজুর ভাই দলের সাথে যোগ দিবেন এই সিরিজে। বিশেষ করে সাকিব ভাই থাকা মানে একের ভিতর দুই। তাই এই সিরিজে ভালো খেলে ট্রফি নিজেদর ঘরে রাখার চেষ্টাই করবো আমরা।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ২৩ মে প্রথম ওয়ানডেতে মুখোমুখি লড়বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply