২৪০ কোটি ডলারের করোনা টিকা নিশ্চিত করলো গ্যাভি

|

দরিদ্র এবং স্বল্পোন্নত দেশগুলোর জন্য ২৪০ কোটি ডলারের করোনা টিকা নিশ্চিত করলো বৈশ্বিক ভ্যাকসিন জোট গ্যাভি। গত বুধবার (২ জুন) এ তথ্য নিশ্চিত করেন জোটের চেয়ারম্যান হোসে ম্যানুয়েল বারোসো।

তিনি বলেন, কোভ্যাক্সের মাধ্যমে যে টিকা সরবরাহের কথা রয়েছে তা পৌছাতে এই অর্থ দেয়া হয়েছে। জানান, চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ১২৭টি দেশে ৭ কোটি ৭০ লাখ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। এছাড়া চলতি বছরের মধ্যে দরিদ্র দেশগুলোতে ১৮০ কোটি ডোজ ভ্যাকসিন নিশ্চিতের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা ধাপে ধাপে নিশ্চিত করা হবে। এ দিন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, এই বণ্টনের মাধ্যমে বৈষম্য কিছুটা কমানো সম্ভব হয়েছে। এবং মধ্যম আয়ের দেশগুলোতে তুলনামূলক দ্রুতই পাঠানো হচ্ছে টিকা।

হোসে ম্যানুয়েল বারোসো জানান, ভ্যাকসিন কেনার জন্য মোট ৯৬০ কোটি ডলারের মধ্যে আজ নিশ্চিত করা হয়েছে ২৪০ কোটি ডলার। এর মাধ্যমে আজ কোভ্যাক্সকে দেয়া হয়েছে ৫ কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন। এছাড়াও দ্রুত সরবরাহের জন্য ১৩ কোটি ২০ লাখ ডোজ টিকা আগেই নিশ্চিত করা হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply