পঞ্চগড়ে পাচারের সময় আটক রাজস্ব ফাঁকি দেয়া ২০০ বস্তা চা

|

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় সদর উপজেলায় রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের সময় প্রায় ২২ লক্ষ টাকার ২শ বস্তা চা সহ একটি ট্রাক আটক করেছে পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল। বুধবার রাতে জেলার সদর ইউনিয়নের খালপাড়া এলাকায় আল-আমিন টি হাউজের সামনে থেকে চা-বোঝাই
ওই ট্রাকটি আটক করে তারা।

পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসান জানান,মঙ্গলবার রাতে উত্তরা গ্রীন টি ইন্ডাস্ট্রি লিঃ নামে ওই প্রতিষ্ঠানের কারখানায় কাস্টমস আইন
অনুযায়ী চট্টগ্রাম ওয়্যার হাউজে নিলাম বাজারে প্রেরণের উদ্দেশ্যে কারাখানাটির উৎপাদিত ২শ বস্তা (১১ হাজার কেজি) চা একটি ট্রাকে দুজন সহকারী রাজস্ব কর্মকর্তার উপস্থিতিতে লোড করে সিলগালা করার পর চট্টগ্রামে প্রেরণের বন্দোবস্ত করেন। পরে ওই ট্রাকটি চা নিয়ে চট্টগ্রামে না গিয়ে একই উপজেলার খালপাড়া এলাকায় আল আমিন টি হাউজের সমানে চা আনলোড করলে পরে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল পঞ্চগড়ের একটি টিম সরকারী রাজস্ব
ফাঁকি দিয়ে অবৈধভাবে চা পাচারের দায়ে চা সহ ট্রাকটি জব্দ করে।

এসময় স্থানীয়রা সহকারী রাজস্ব কর্মকর্তাদের ট্রাকটি জব্দ করতে বাধা প্রদান করলে পঞ্চগড় সদর থানার পুলিশ চা বোঝাই ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায়। বর্তমানে থানা হেফাজতে রয়েছে
ট্রাকটি।

পঞ্চগড় সদর থানার (ওসি) আবু আক্কাস আহম্মদ চা পাতা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যেই ট্রাক চালকের মুচলেকা নিয়ে ট্রাকটি পঞ্চগড় কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল পুলিশের হেফাজতে দিয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply