গ্লোব বায়োটেকের করোনা টিকার ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত বিএমআরসির

|

শর্ত সাপেক্ষে গ্লোব বায়োটেকের করোনার টিকার ট্রায়ালের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)।

আজ বুধবার (১৬ জুন) দুপুরে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

গ্লোব বায়োটেকের টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের অংশ হিসেবে টিকা উৎপাদনে ওষুধ প্রশাসনের অনুমতি পায় গত বছরের ২৮ ডিসেম্বর। চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি সেই অনুমোদন প্রাপ্তির জন্য বিএমআরসিতে চিঠি দেওয়া হয়।

এর আগে গত বছরের ১৮ অক্টোবর গ্লোব বায়োটেকের তৈরি করা তিনটি ভ্যাকসিনকে প্রি-ক্লিনিক্যাল ক্যান্ডিডেটের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply