তিমির তাড়ায় নৌকায় আশ্রয় নিতে ছুটছে সি লায়ন

|

শিকারী তিমির তাড়া খেয়ে ভয়ে দিগ্বিদিকশূণ্য হয়ে ছুটছে অসংখ্য সি লায়ন। ছোট প্রাণীগুলোকে বিভিন্ন দিক থেকে ঘিরে রেখেছে শিকারী তিমিরা। আর সি লায়নরা আশ্রয় নিতে চাইছে মাছ ধরার নৌকায়। সি লায়নের হুড়োহুড়িতে প্রায় ডুবেই যাচ্ছিলো নৌকাটি।

এমন দৃশ্য ধরা পড়েছে চিলির এক জেলের ক্যামেরায়। অ্যান্টনিও জাপাটা নামের ওই জেলে প্রায় চার দশক ধরে কনসেপসিয়েন সাগরে মাছ ধরলেও এমন মুহূর্তের মুখোমুখি হননি আগে। পরে কাছাকাছি একটি দ্বীপে নৌকা নোঙ্গর করেন তারা।

অ্যান্টনিও জাপাটা বলেন, বেশ বড় সমস্যায়ই পড়ে গিয়েছিলাম আমরা। সি লায়নগুলোর ধাক্কায় আমাদের নৌকা ডুবে যাবার উপক্রম হয়েছিল। আবার শিকারী তিমিগুলোকেও দূরে সরাতে পারছিলাম না।

যদিও দশ সদস্যের ক্রুকে এই অবস্থায়ও রসিকতা করতে শোনা যায়, তবে জাপাটা জানান, তারা নৌকাটা রক্ষা পাবে কিনা তা নিয়ে প্রচণ্ড উদ্বেগের মধ্য দিয়ে গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply