হ্যাটট্রিক শিরোপা জিতলো আবাহনী

|

শক্তিশালী প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে ২১তম লিগ শিরোপা জিতলো আবাহনী লিমিটেড। আবাহনীর ১৫০ রানের জবাবে ১৪২ রানে থামে প্রাইম ব্যাংকের ইনিংস। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হন সাইফউদ্দিন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী–প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সুপার লিগের ম্যাচটি ছিল প্রিমিয়ার ক্রিকেট লীগের অঘোষিত ফাইনাল। যে জিতবে সেই চ্যাম্পিয়ন—এমন সমীকরণ ম্যাচটাকে ফাইনালে রূপান্তর করেছিল।

তবে টসজয়ী আবাহনীর জন্য প্রথম বলেই দুঃখ ডেকে আনেন প্রাইম ব্যাংকের মোস্তাফিজ। বিদায় নেন নাঈম শেখ।

দুই ইনফর্ম মুনিম শাহরিয়ার ও লিটন দাসের বিদায়ে ৩ উইকেটে ৩১ রানের দলে পরিণত হয় আবাহনী।

এরপর নাজমুল শান্ত আর মোসাদ্দেকের ৭০ রানের জুটি লড়াইয়ে ফেরায় আকাশী-নীলদের। এরমাঝে বার দুয়েক প্রাইম ব্যাংকের বোলার-ফিল্ডারদের শক্ত আবেদন খারিজ করেন আম্পায়াররা।

নাজমুল ৪৫ রানে রুবেল মিয়া, আর মোসাদ্দেক ৪০ রানে রুবেল হোসেনের বলে বোল্ড হলে চ্যালেঞ্জিং স্কোর গড়া শঙ্কায় পড়ে।

তবে শেষ ওভারে মোস্তাফিজের বিপক্ষে সাইফউদ্দিনের ২ ছক্কা ১৫০ রানের স্কোর এনে দেয় আবাহনীকে।

লক্ষ্যে দৌড়াতে গিয়ে প্রাইম ব্যাংক শুরুতেই হোঁচট খায় সাইফ উদ্দিন ও মেহেদী রানার দারুণ বোলিংয়ে। রনি তালুকদার, এনামুল বিজয়, মোহাম্মদ মিঠুনরা দাঁড়াতেই পারেননি।

ওপেনার রুবেল মিয়ার ৪১ রান ছাড়া আর কোন রান নেই টপ ও মিডল অর্ডারে। শেষ ২ ওভারে ৩২ রানের সমীকরণে, ১৬ রান তুলে ফেলেন নিঃসঙ্গ অলক কাপালি।

তবে শেষ ওভারে আর পারেননি অভিজ্ঞ অলক। বরং আবাহনীর শিরোপা জয়ের ম্যাচে উজ্জ্বল ছিলেন সাইফউদ্দিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply