১৭ বছর পর বার্সার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে মেসির

|

বার্সেলোনার সাথে আজ বুধবার (৩০জুন) চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসির। ফুটবল বিশ্বের সবাই তাকিয়ে আছে বার্সা ও মেসির দিকে। সবার মনে একই প্রশ্ন, মেসি কি বার্সার সাথে নতুন চুক্তি স্বাক্ষর করবেন? নাকি ফ্রি অ্যাজেন্ট হয়ে অন্য কোন দলে নাম লেখাবেন?

যদি আজকের মধ্যে চুক্তি নবায়ন না করা হয় তাহলে ১৭ বছর পর প্রথমবারের মতো বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি শেষ হয়ে যাবে। এর আগে কখনোই মেসির চুক্তি পুরোপুরি শেষ হয়নি, শেষ হওয়ার আগেই নবায়ন করে ফেলা হয়েছিল।

মেসির সাথে চুক্তি যে আজ শেষ হয়ে যাবে তা মোটামুটি নিশ্চিত। কারণ এই আর্জেন্টাইন তারকা এখন কোপা আমেরিকা খেলায় ব্যস্ত। সেই হিসেবে, কাল থেকে মেসি ফ্রি অ্যাজেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তবে আশাবাদী বার্সেলোনা। ফ্রি অ্যাজেন্ট হওয়ার পরেও ঘরের ছেলে ঘরেই ফিরবেন বলে বিশ্বাস বার্সা বোর্ড ও সমর্থকদের।

তবে বার্সা বোর্ড় ও মেসি যদি আগে থেকেই গোপনীয়তা বজায় রেখে চুক্তি স্বাক্ষর করে রাখে, এবং শেষ মুহূর্তে ঘোষণা দেয়া হয় তাহলে সেটা হবে ভিন্ন বিষয়।

শেষ খবর পর্যন্ত বার্সা বোর্ডের পক্ষ থেকে আগামি দুই বছরের জন্য মেসির সাথে আলোচনা চলছে। দুই বছর পর মেসি চাইলে ইন্টার মায়ামির মতো এমএলএসের কোনো ক্লাবে যোগ দিতে পারবেন। এবং খেলোয়াড় জীবন শেষে অন্য কোন ভূমিকায় আবারও ফিরতে পারবেন বার্সায়।

মেসিকে ধরে রাখার জন্য বার্সা সভাপতি হোয়ান লাপোর্তাও কম চেষ্টা করছেন না। ইতোমধ্যে মেসিকে শক্তিশালী দল তৈরি করে দেয়ার জন্য কাজ শুরু করে দিয়েছে লাপোর্তা। দলে নিয়ে এসেছে তার জাতীয় দলে সতীর্থ সার্জিও আগুয়েরোকে। পাশাপাশি দলে যোগ করা হয়েছে মেম্ফিস ডিপাই, এরিক গার্সিয়া ও এমারসন রয়্যালের মতো খেলোয়াড়দের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply