সুযোগ থাকতেও আলোচনা না করে গণমাধ্যমে অভিযোগ কাম্য নয়: আকরাম খান

|

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যানের ভূমিকা নিয়ে খালেদ মাহমুদের অভিযোগের জবাব দিয়েছেন আকরাম খান। তিনি বলেন, আলোচনার সুযোগ থাকলেও সেটি না করে গণমাধ্যমে অভিযোগ কোনোভাবেই কাম্য নয়। সেইসাথে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার দেওয়া শর্তে বিসিবি’র সম্মতির বিষয়টিও নিশ্চিত করেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান।

সম্প্রতি ক্রিকেট অপারেশন্সের কাজকর্মে কমিটি চেয়ারম্যানের ভূমিকা নিয়ে গণমাধ্যমে কথা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট মাঠের একসময়কার সতীর্থ এবং বর্তমানের দুই বোর্ড পরিচালকের মুখোমুখি অবস্থান নানা প্রশ্নের জন্ম জন্ম দিয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে।

বিসিবি প্রেসিডেন্টের শ্যাডো টিমের কনসেপ্টের পর এবার হঠাত করেই ‘এ’ দল নিয়ে আগ্রহী ক্রিকেট অপারেশন্স। চেয়ারম্যান জানালেন আগামী নভেম্বরে শ্রীলংকা সফরে যাবে ‘এ’ দল। সাথে মনে করিয়ে দিলেন কোভিড বিরতির আগে নিয়মিতই ম্যাচ খেলছিল বাংলাদেশ ‘এ’ দল।

আগামী আগস্ট মাসে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে বেশ কিছু কঠিন শর্ত দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া, যার সবকিছুই বিসিবি মেনে নিয়েছে বলে জানালেন ক্রিকেট ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান।

সবকিছু ঠিক থাকলে আগামী ২ থেকে ৮ আগস্ট, এই ৭ দিনের মধ্যে মিরপুরে হবে অস্ট্রেলিয়া-বাংলাদেশের সিরিজের ম্যাচগুলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply