নাটোরে লকডাউনের প্রথম দিন আইনশৃঙ্খলা বাহিনীর দখলে সারা জেলা

|

স্টাফ রিপোর্টার, নাটোর:

করোনা সংক্রমণ ও মৃত্যুহার রোধে সরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউনের প্রথম দিন শুরু হয়েছে। নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, লকডাউন সফল করতে প্রথম দিনের শুরুতেই ভোর থেকে প্রচন্ড বৃষ্টির মধ্যেও সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দখলে সারা জেলা। জেলার প্রতিটি প্রবেশ মুখ সহ শহরের বিভিন্ন স্থানে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা গেছে। চেকপোস্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষসহ গাড়ি তল্লাশি করা হচ্ছে।

এদিকে সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় নাটোরে ১৩২ জন নতুন করে করোনা শনাক্ত হয়েছে। ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। করোনায় দুইজন ও করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো ১ জন। জেলায় মোট আক্রান্ত ৩৯১২ জন। সদর হাসপাতালের ৫০ বেডের করোনা ইউনিটে রোগী ভর্তি রয়েছেন ৮২ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply