বিয়ে করে ফেরার পথে পুলিশের মুখোমুখি, জরিমানা ১০ হাজার টাকা

|

স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট:

কঠোর লকডাউনের মধ্যেও চুপিসারে বিয়ে করে নববধুকে নিয়ে ফেরার পথে পড়লেন পুলিশের সামনে; পরে ভ্রাম্যমাণ আদালতকে জরিমানা দিয়ে ফিরলেন বাড়ি।

আজ শুক্রবার (২ জুলাই) বিকেলে সিলেট নগরীর দক্ষিণ সুরমা হুমায়ূন রশিদ চত্ত্বর এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেলে বর কনেবাহী একটি মাইক্রোবাস হুমায়ূন রশিদ চত্ত্বর এলাকায় আসলে পুলিশ গাড়িটি আটকায়। গাড়ির ভেতরে বর ও কনে দেখে খবর দেয়া হয় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। পরে ভ্রাম্যমাণ আদালত তাদেরকে ১০ হাজার টাকা জরিমানা করে।

বরপক্ষের লোকজন জানায়, লকডাউনে সব ধরণের সামাজিক অনুষ্ঠানে নিষেধাজ্ঞার বিষয়টি জানলেও বিয়ের তারিখ আগেই নির্ধারিত ছিলো। পারিবারিক কিছু অসুবিধার কারণে তারা তারিখ পরিবর্তন করতে পারেনি। তাই সীমিত পরিসরে শুধু একটিমাত্র মাইক্রোবাস নিয়ে তারা কনেকে আনতে গিয়েছিলেন। আসার পথে তারা ভ্রাম্যমাণ আদালতের সামনে পড়েন।

এ বিষয়ে দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, কঠোর লকডাউন অমান্য করে বিয়ের আয়োজন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply