জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
করোনা মহামারী চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকা এবং অনেক নিয়োগ বন্ধ থাকলেও থেমে নেই সরকারী চাকরি প্রার্থীদের বয়স। যা নিয়ে দুশ্চিন্তায় আছেন অনেক চাকরি প্রত্যাশী।
বৃহস্পতিবার (১২ আগস্ট) সরকারির চাকরির বয়সের বিষয়টি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন বলেন, চাকরীর বয়স বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে প্রতিযোগিতা বেশি। সেক্ষেত্রে ২০২০ সালের ২৫ মার্চ পর্যন্ত বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবে চাকরি প্রার্থীরা। যাদের বয়স ২০২০ সালের মার্চ পর্যন্ত ৩০ হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।
তবে সরকারি চাকরি প্রার্থীদের বয়স বৃদ্ধির দাবি সরকারের বিবেচনায় নেই বলে জানান প্রতিমন্ত্রী।
/এস এন
Leave a reply