বর্তমানে অনেকেই ঘটনাচক্রে শিক্ষক: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

বর্তমানে অনেকেই ঘটনাচক্রে শিক্ষক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি আরও বলেন, অনেকেই হয়তো কোনো পেশায় না গিয়ে এখানে এসেছেন। আমাদের প্রয়োজন প্রশিক্ষিত শিক্ষক।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) শিক্ষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি আরও বলেন, ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রমে প্রবেশ করবে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা। পরীক্ষা আর সনদের মাঝেই পুরো শিক্ষা প্রক্রিয়া আটকে ছিল, তাই পরিবর্তন আনা হয়েছে। লেখাপড়া যাতে চাপে রূপ না নেয় সেজন্যই এই পরিকল্পনা করা হয়েছে।

উল্লেখ্য, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের ফলে প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত বদলে যাবে বই, বইয়ের ধরন ও পরীক্ষা পদ্ধতি। তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না কোনো পরীক্ষা। এছাড়াও অষ্টম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভাগ ভিত্তিক পড়াশোনাও রাখা হবে না। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত অভিন্ন বই পড়তে হবে। বছর শেষে যে পরীক্ষা হয় তার চেয়ে শ্রেণীকক্ষের ধারাবাহিক মূল্যায়নে জোর দেওয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply