‘চলমান ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের শঙ্কা নেই’

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। কাউকে কোনো ধরনের গুজবে কান না দেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

শনিবার (২ অক্টোবর) সকালে কলা অনুষদভুক্ত খ ইউনিটের ভর্তি পরীক্ষার কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপাচার্য। এসময় তিনি জানান, জালিয়াতি চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয় এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে আহ্বানও জানান তিনি।

খ ইউনিটে এবারের পরীক্ষায় দুই হাজার ৩৭৮টি আসনের জন্য ভর্তিযুদ্ধে অংশ নেন ৪৭ হাজার ৬৩২ জন। দেশের ৮টি বিভাগে একসাথে নেয়া হয় এ পরীক্ষা। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ২০ জনের বেশি। সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা চলে সাড়ে ১২টা পর্যন্ত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply