সুষ্ঠু ভোটের জন্য কি নিরপেক্ষ ইসিই যথেষ্ট?

|

নির্বাচন কমিশনের মেয়াদের শেষ পর্যায়ে নতুন করে আবারও সামনে আসছে পুরানো প্রশ্ন। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নিরপেক্ষ কমিশনই কি যথেষ্ট? বিশ্লেষকরা বলছেন, শুধু ইসি নিরপেক্ষ হলেই হবে না, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রশাসন আর সরকারের আন্তরিকতাও জরুরি।

নির্বাচন মানেই উৎসবের আমেজ। তবে সে আনন্দে ভাটা পড়েছে গেল কয়েক বছর। এজন্য নির্বাচন কমিশনকে দায়ী করছেন কেউ কেউ। এই তালিকায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ। তবে কমিশনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা থেকে সাবেক কমিশনার ছহুল হোসেইন বলেন, ব্যর্থতার এই দায় শুধুমাত্র ইসির নয়। তিনি মনে করেন, ভোট আয়োজনের নেতৃত্বে কমিশন থাকলেও মাঠে মূল দায়িত্ব পালন করে স্থানীয় প্রশাসন।

সংবিধানে কমিশন গঠনে আইনের কথা বলা আছে। তাই সবার আগে আইন করা জরুরি বলে মনে করেন তারা দুজনেই। তবে গ্রহণযোগ্য ভোটের জন্য নিরোপেক্ষ নির্বাচন কমিশনই যথেষ্ট নয় বলেও মত তাদের।

বর্তমান কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আসছে ফেব্রুয়ারিতে। এবারও সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠনের কথা জানিয়েছে সরকার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply