শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচের হারের পর এবার দ্বিতীয় ম্যাচেও আয়ারল্যান্ডের কাছে হারলো বাংলাদেশ। ব্যাটারদের ব্যাটিং ব্যর্থতায় আইরিশদের বিরুদ্ধে ৩৩ রানে পরাজিত হয় টাইগাররা।
টসে হেরে ব্যাট করতে নেমে আইরিশ অলরাউন্ডার গ্যারেথ ডিলানির ৫০ বলে ৮৮ রানের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ২০ ওভারে ১৭৭ রানের বড় সংগ্রহ গড়ে আয়ারল্যান্ড। বাংলাদেশের পক্ষে ২৬ রানে ২ উইকেট নেন তাসকিন আহমেদ।
বড় লক্ষ্য ধাওয়া করতে নেমে নুরুল হাসান সোহান ও সৌম্য সরকার ছাড়া কারো ব্যাটেই ছিল না উল্লেখ করার মতো রান। ৬টি চারের সাহায্যে ২৪ বলে ইনিংস সর্বোচ্চ ৩৮ রান করেন সোহান। এছাড়া সৌম্য করেছেন ৩০ বলে ৩৭ রান। নাইম, লিটন, মুশফিক, শামীমরা ছিলেন চূড়ান্ত ফ্লপ। উইকেট বিলিয়ে আসার প্রতিযোগিতায় তাদের রান সংখ্যা যেন ছিল টেলিফোন নাম্বারের ডিজিট!
২০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। ৩৩ রানে হারের মাধ্যমে টানা দুটি প্রস্তুতিমূলক ম্যাচেই হতাশাজনক পারফরমেন্স উপহার দিলো টাইগাররা।
এম ই/
Leave a reply