নিজের হলুদ অনুষ্ঠানে নাচলেন জামাল ভূঁইয়া

|

ছবি: সংগৃহীত।

মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ হতেই ডেনমার্কে পাড়ি জমিয়েছেন জামাল ভূঁইয়া। কোপেনহেগেনে হলুদ সম্পন্ন হয়েছে বাংলাদেশ অধিনায়কের। গত বছর বিয়ে হলেও করোনা মহামারিতে তেমন আনুষ্ঠানিকতা করা সম্ভব হয়নি ভূঁইয়া পরিবারের।

জামালের স্ত্রীর নাম তাতিয়ানা মনিষা আলী ভূঁইয়া। বাড়ি ঢাকায় হলেও জার্মানিতে বেড়ে ওঠা। জামালের বাবার বন্ধুর হাত ধরে তাদের পরিচয়। বেশ কিছুদিন কথা বলার পর নিজেরা বিয়ের সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় ভূঁইয়া পরিবারের সদস্যরা আনন্দ-উল্লাস করছেন। হলুদ পাঞ্জাবি পরে বাঙালি রীতিতে জামালকে হলুদ দেয়া হয়েছে পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে। জামাল নিজেও নেচেছেন এদিন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply