স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ ড্রেজার মালিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন রাঙ্গাবালী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমান।
আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলো, মোঃ মাসুমগাজী (২৯), মোঃ আল আমিন (২১), মোঃ কুদ্দুস মুন্সি (২৮), মোঃ আর্শেদ প্যাদা (২৯), মোঃ নাজমুল প্রধান (৩২)। এদের প্রত্যেককে ৩ মাসের কারাদণ্ড এবং আরেক বালু উত্তোলনকারী মোঃ শামিম হাওলাদার (২৩) কে নগদ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমান।
ইউএনও মাশফাকুর রহমান জানান, অবৈধভাবে আগুনমুখা নদীতে ইজারাবিহীন একদল সংঘবদ্ধ অবৈধ বালু ব্যবসায়ী ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। এমন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী থানা পুলিশের সহায়তা নিয়ে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, আগুনমুখা নদীর কোড়ালিয়া পয়েন্টে অবৈধ ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৬ জনকে আটক করা হয় ইউএনও স্যারের নির্দেশে। এদের সবার বাড়ি পটুয়াখালী ও বরিশাল জেলার বিভিন্ন এলাকায়। তিনি আরও জানান, বিকেলে আসামিদের পটুয়াখালী জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a reply