মেক্সিকোতে হাজার বছরের পুরানো নৌকার সন্ধান

|

ছবি: সংগৃহীত

মেক্সিকোতে সন্ধান মিললো হাজার বছরের পুরানো মায়া সভ্যতার একটি ডিঙি নৌকার। শুক্রবার, দেশটির দক্ষিণাঞ্চল থেকে বিরল এ নিদর্শন উদ্ধার করেন একদল প্রত্নতাত্ত্বিক।

‘মায়া ট্রেন’ নামের একটি রেল সংযোগ নির্মাণের সময় উদ্ধার হয় এ ক্যানো-টি। এ অঞ্চল থেকে উদ্ধারকৃত একমাত্র পূর্ণাঙ্গ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটি।

কর্তৃপক্ষ জানায়, একটি ভূগর্ভস্থ নদী থেকে প্রায় অক্ষত অবস্থায় পাওয়া যায় নৌযানটি। এটি পাঁচ ফুটের বেশি লম্বা ও দুই ফুট চওড়া। ধারণা করা হচ্ছে, ৮৩০ থেকে ৯৫০ অব্দের মাঝামাঝি সময়ে তৈরি হয়েছিলো নৌকাটি। যা মূলত পানি পরিবহণ ও ধর্মীয় রীতির কাজে ব্যবহার করা হতো।

তবে উদ্ধারকৃত এ প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নিয়ে প্যারিস বিশ্ববিদ্যালয়ের সহায়তায় বিস্তর গবেষণা করবেন বিশেষজ্ঞরা। মায়া ট্রেন নির্মাণকালে চলতি প্রায় আট হাজার প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়ার দাবি কর্তৃপক্ষের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply