এরদোগানের কাছে যুদ্ধবিমান বেচতে রাজি হয়েছেন বাইডেন

|

এফ-সিক্সটিন যুদ্ধবিমান কেনা ইস্যুতে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান। জি-টুয়েন্টি সম্মেলনের সাইডলাইনে মুখোমুখি হন এই দুই নেতা।

বাইডেন-এরদোগান আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানান উভয় দেশের কর্মকর্তারা। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তুরস্ককে এফ-সিক্সটিন যুদ্ধবিমান সরবরাহ করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর পাশাপাশি দুদেশের মধ্যকার বিরোধপূর্ণ বিভিন্ন ইস্যু সামাল দিতে ওয়াশিংটন-আঙ্কারার ইতিবাচক মনোভাবের বিকল্প নেই।

রাশিয়া থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর এফ-থার্টি ফাইভ যুদ্ধবিমান প্রকল্প থেকে তুরস্ককে বাদ দেয় যুক্তরাষ্ট্র। এরপরই দেশটি থেকে এফ-সিক্সটিন কেনার উদ্যোগ নেয় তুরস্ক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply