প্রতি ওভারেই রঙ পাল্টাচ্ছে ফাইনাল

|

মিচেল মার্শের বলে আরাধ্য বাউন্ডারি পেয়েছেন কেন উইলিয়ামসন। ছবি: সংগৃহীত

দুবাইয়ের ফাইনাল প্রতি ওভারেই রঙ পাল্টাচ্ছে। এক সময় নিউজিল্যান্ডকে রান পেতে বেশ কষ্ট করতে বাধ্য করে অজিরা, তো পরের ওভারেই ভেঙে যায় তাদের বাঁধ। মিচেল স্টার্কের ওভারে ১৯ রান আসার পরের ওভারেই অ্যাডাম জাম্পাকে মিড উইকেট দিয়ে সীমানাছাড়া করতে গিয়ে মার্কাস স্টয়নিসের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন মার্টিন গাপটিল। এর আগে, পাওয়ার প্লেতে জশ হ্যাজলউড এবং তারপর অ্যাডাম জাম্পার নিয়ন্ত্রিত বোলিংয়ে ভালোভাবেই রানের গতি নিয়ন্ত্রণে রেখেছিল অস্ট্রেলিয়া।

এর আগে, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নতুন বল হাতে নিয়ে মিচেল স্টার্ক দলকে কোনো সাফল্য এনে দিতে না পারলেও দারুণ বল করছেন হ্যাজলউড। অন্যদিকে, গ্লেন ম্যাক্সওয়েলের বলে মারকুটে ওপেনার মার্টিন গাপটিলের ক্যাচ ফেলেছেন ম্যাথু ওয়েড। গাপটিল আজ বড় স্কোর পেলে নিশ্চয়ই আতশ কাঁচের নিচে ফেলা হবে পাকিস্তান ফাইনালে অজিদের জয়ে নায়ক ওয়েডকে।

অন্যদিকে, গাপটিল ও ড্যারিল মিচেলের ব্যাটে সূচনাপর্বটা মন্দ হয়নি কিউইদের। তবে জশ হ্যাজলউডের বুদ্ধিমত্ত্বায় ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে বিদায় নিয়েছেন প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের জয়ের নায়ক মিচেল। আর এর সাথেই ভেঙে যায় গাপটিলের সাথে তার ২৩ বলে ২৮ রানের উদ্বোধনী জুটি।

এরপর অফফর্মে থাকা কেন উইলিয়ামসনের সাথে ব্যাট করে যাচ্ছিলেন গাপটিল। ঝড় তোলার তেমন সুযোগ পাচ্ছেন না তিনি জাম্পার নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে। তবে পঞ্চম বোলারকে আক্রমণ করার পরিকল্পনাই হয়তো আছে কিউইদের। যে কারণে গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল মার্শের বলে চড়াও হবার চেষ্টা চালাবেন নিশাম-উইলিয়ামসরা। এরপর মার্কাস স্টয়নিস বোলিংয়ে আসলে সেটাকেও কাজে লাগানোর চেষ্টা করারই কথা কিউইদের। তবে গাপটিলের বিদায়ে এখন ক্রিজে আছেন গ্লেন ফিলিপস। প্রতিবেদনটি লেখা পর্যন্ত কিউইদের সংগ্রহ ১২ ওভারে ২ উইকেট হারিয়ে ৮১ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply