‘সংলাপ সফল নাকি ব্যর্থ, তা শেষ হলেই বুঝা যাবে’

|

আইনমন্ত্রী আনিসুল হক।

ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপ সফল নাকি ব্যর্থ, সেটা শেষ হলেই বুঝা যাবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার (২ জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, দেশের স্বার্থে বিএনপির সংলাপে আসা দরকার, সেটা রাজনীতির জন্য ইতিবাচক।

এ সময় খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কাউকে বিদেশ পাঠানো হবে, কী হবে না সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হলো জনগণকে সেবা দেয়া। দেশের জন্য কারা কাজ করেছে তা আগামী নির্বাচনেই বোঝা যাবে।

প্রসঙ্গত, নতুন ইসি গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গত বছরের ২০ ডিসেম্বর থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন।

উল্লেখ্য, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। পরদিন নতুন কমিশন দায়িত্ব গ্রহণ করার কথা রয়েছে।

এমএন/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply