কুয়েতে প্রবাসীদের আয়ের ওপর করারোপ

|

প্রবাসীদের আয়ের ওপর করারোপ করতে যাচ্ছে কুয়েত। অর্থাৎ এখন থেকে প্রায় সকল প্রবাসীকে তাদের ওপর নির্দিষ্ট হারে কুয়েক সরকারকে কর দিতে হবে।

সোমবার কুয়েত নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

দেশটির অর্থ ও অর্থনীতি বিষয়ক কমিটি এ সংক্রান্ত নতুন বিল অনুমোদন দিয়েছে। এক বিবৃতিতে কমিটির চেয়ারম্যান সালাহ খোরশেদ বলেন, “নতুন করের জন্য কমিশন এই বিলগুলো অনুমোদন দিয়েছে। কম আয় করা প্রবাসীদের জন্য করের হার কম।”

নতুন আইন অনুসারে, বেতনের পরিমাণের নির্ধারিত করসীমা নিচে দেওয়া হলো:

৩০০ ডলার: করহার ১ শতাংশ

৩৩৩ থেকে ৬৬৭ ডলার: করহার ২ শতাংশ

১০০০ থেকে ১৬৬৭ ডলার: করহার ৩ শতাংশ

১৬৬৮ থেকে ৫৫৫০ ডলার: করহার ৫ শতাংশ

প্রাক্কলিত এক হিসাবে দেখা গেছে, এই করারোপ বাবদ প্রতি বছর দেশটির আয় হবে ২৩৩ মিলিয়ন ডলার। কুয়েতে প্রবাসীরা প্রতি বছল ৬৩ বিলিয়ন ডলার আয় করে থাকেন।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply