‘মানুষ যেন সহজেই পুলিশের সেবা পায়, তা নিশ্চিত করতে হবে’

|

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফাইল ছবি।

মানুষ যেন সহজেই পুলিশের সেবা পায়, তা নিশ্চিত করতে হবে। বিপন্ন মানুষের অভিযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে। আন্তরিকতার সঙ্গে আইনি সেবা দিতে হবে। পুলিশ সপ্তাহে বাহিনীটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের উদ্দেশে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন থেকে ভার্চুয়ালি পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন রাষ্ট্রপতি। তিনি তার বক্তব্যে কোভিডকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করা বাহিনীটির সদস্যদের ধন্যবাদও জানান।

রাষ্ট্রপতি আরও বলেন, যুগের সঙ্গে তাল মিলিয়ে অপরাধ দমনে সক্ষমতা অর্জন করতে হবে। বাড়াতে হবে প্রশিক্ষণের মান। সাইবার অপরাধ দমনে আধুনিক, প্রশিক্ষিত জনবল তৈরির তাগিদও দেন মো. আবদুল হামিদ।

পুলিশের উন্নয়নে গবেষণা ও উদ্ভাবনী ক্ষেত্রে বাংলাদেশ পুলিশকে সমৃদ্ধ হতে হবে জানিয়ে রাষ্ট্রপতি বলেন, এ জন্য একটি থিংক ট্যাংক থাকা প্রয়োজন। মাদক ও সন্ত্রাস দমনে জিরো টলারেন্স নীতি নিয়ে পুলিশ বাহিনীকে কাজ করার আহ্বান জানান মো. আবদুল হামিদ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply