৪২ বছরের ফাইনাল-অভিশাপ ভাঙলেন অ্যাশলে বার্টি

|

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস গড়েছেন অ্যাশলে বার্টি। ৪২ বছরের ফাইনাল-অভিশাপ ভেঙে প্রথম অস্ট্রেলিয়ান নারী হিসেবে টুর্নামেন্টটির ফাইনালে উঠেছেন তিনি।

ক্রিস ও’নেলের পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে এই গ্র্যান্ডস্ল্যাম জেতার পথে বার্টির সামনে কেবল রইলো ১টি ম্যাচ। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে আমেরিকার মেডিসন কেয়াসকে হারিয়েছেন তিনি। প্রায় ১ ঘন্টার লড়াই শেষে ৬-১ ও ৬-৩ সেট ব্যবধানে জয় তুলে নিয়েছেন বার্টি।

অ্যাশলে বার্টির মতে, ঘরের মাঠে গ্র্যান্ডস্ল্যামের জন্য লড়াটা অবিশ্বাস্য কিছু। টুর্নামেন্টের ফাইনালে বার্টি মুখোমুখি হবেন পোল্যান্ডের ইগা শিয়াওতেক অথবা যুক্তরাষ্ট্রের ড্যানিয়েলা কলিন্সের সাথে।

আরও পড়ুন: সিনারকে হারিয়ে সেমিতে ‘গ্রিক গড’ সিসিপাস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply