ভোলার বোরহানউদ্দিনে ২০ জুয়াড়ি গ্রেফতার

|

ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে জুয়া খেলা অবস্থায় ২০ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে উপজেলার হাকিমুদ্দিন মাছঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন স্থানে জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই ধাবাহিকতায় উপজেলার হাকিমুদ্দিন মাছ ঘাট এলাকার ফরিদ পাটোয়ারীর মাছের গদিঘরে স্থানীয় কয়েকজন জুয়ার আসর বসিয়েছে এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানা পুলিশ সেখানে অভিযান চালায়। জুয়া খেলা অবস্থায় সেখান থেকে পুলিশ ২০ জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে তিন সেট তাস ও জুয়া খেলার প্রায় ১০ হাজার টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত সকলে ওই এলাকার বাসিন্দা। জুয়া আইনের ৩/৪ ধারায় তাদের গ্রেফতার দেখিয়ে ভোলার আদালতে প্রেরণ করা হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন ফকির জানান, সামনের দিনগুলোতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply