কোনো প্রশ্ন ছাড়াই এখন বিশ্বের সেরা ব্যাটার বাবর: ভন

|

ছবি: সংগৃহীত।

করাচিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের মুখে পতিত হওয়া টেস্ট ড্র করেছে পাকিস্তান। জয় সমান এই ড্র’তে সবচেয়ে বড় অবদান অধিনায়ক বাবর আজমের। তার ১৯৬ রানের ইনিংস পাকিস্তানের হার এড়াতে রাখে মূল ভূমিকা। তাই বাবর আজমের ভূয়সী প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

নিজের অফিসিয়াল টুইটবার্তায় ইংল্যান্ডের সাবেক তারকা ক্রিকেটার লেখেন- কোনো প্রশ্ন ছাড়াই, আমি মনে করি বাবর আজম এই মুহূর্তে বিশ্বের সেরা ব্যাটার, সব ফরম্যাটেই কী দুর্দান্ত পারফরমেন্স!

এর আগেও এক পৃথক টুইট বার্তায় বাবরের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন ভন। সেখানে লিখেছিলেন, আরও একবার বাবর তার জাত চেনাচ্ছে।

প্রসঙ্গত, করাচিতে অনুষ্ঠিত পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট ড্র হয়। এই ম্যাচে পাকিস্তানের নিশ্চিত পরাজয় দেখেছিলেন অনেকেই। কারণ, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৫৫৬ রানের জবাবে পাকিস্তান অলআউট হয় মাত্র ১৪৮ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৭ রান তুলেই তাই ইনিংস ডিক্লেয়ার করে অজিরা। তাই প্রথম ইনিংসে ‌১৪৮ রানে অলআউট হওয়া পাক ব্যাটারদের পক্ষে বাজি ধরার সাহস পাননি কেউই। তবে সেই ধারণা ভুল প্রমাণ করে দিয়েছেন শফিক, বাবর, রিজওয়ানরা। ১৭১.৪ ওভার ব্যাটিং করেও হাতে ছিল ৭ উইকেট।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply