নিহত রুশ লেফটেন্যান্ট জেনারেল ইয়াকোভ রেজান্তসেভ। ছবি: সংগৃহীত
ইউক্রেনে আরও এক রুশ জেনারেলের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কিয়েভ জানায়, দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের কাছে একটি বিমান ঘাঁটিতে নিহত হন লেফটেন্যান্ট জেনারেল ইয়াকোভ রেজান্তসেভ। শনিবার (২৬ মার্চ) খবরটি প্রকাশ করে সিএনএন।
রাশিয়ার ৪৯তম সমন্বিত সেনাবাহিনীর কমান্ডার ছিলেন ইয়াকোভ রেজান্তেসেভ। ইউক্রেনে নিহত হওয়া দ্বিতীয় রুশ লেফটেন্যান্ট জেনারেল ইয়াকোভ, রাশিয়ার সেনাবাহিনীর সর্বোচ্চ পদ এটি। এই নিয়ে দেশটির সামরিক বাহিনীর সাত জেনারেলের মৃত্যু হলো চলমান সংঘাতে। যদিও মাত্র একজনের মৃত্যুর কথা স্বীকার করেছে মস্কো।
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, খেরসনের কাছে চোরনোবাইভকা বিমানঘাঁটিতে হামলায় মৃত্যু হয় ইয়াকোভের। ঘাঁটিটি কমান্ড পোস্ট হিসেবে ব্যবহার করতো রুশ বাহিনী। এর আগেও সেখানে ইউক্রেনের হামলায় আরেক সেনা কর্মকর্তা নিহত হন।
আরও পড়ুন: রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারে যে শর্ত দিলো যুক্তরাজ্য
এম ই/
Leave a reply