আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে ঢাকায়

|

ফাইল ছবি।

রাজধানীসহ দেশের বিভিন্ন বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে প্রবল বিজলি চমকানোসহ বজ্রপাতও হতে পারে। রোববার (১ মে) আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এ তথ্য।

রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়ার সাথে বিজলি চমকানো বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে। আগামী তিনদিন বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

বর্তমানে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। তবে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এছাড়া রোববার সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply