ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার খবরকে ভিত্তিহীন বলছে রাশিয়া

|

ইউক্রেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছে রাশিয়া, এমন তথ্য পুরোপুরি ভিত্তিহীন। বুধবার (৪ মে) বিবৃতিতে এ দাবি করেছে ক্রেমলিন। বিবিসির খবরে দেয়া হয়েছে এমন তথ্য।

আগামী ৯ মে রেড স্কয়ারে ভাষণ দেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদিনই ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তিনি, পশ্চিমা বিশ্বে চলছে এমন কানাঘুষা। যুদ্ধের বিষয়ে জনগণকে সমর্থনের আহ্বান জানাতে পারেন বলেও শোনা যাচ্ছে।

তবে এ ধরনের কথাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে ক্রেমলিন। তাদের দাবি এমন কোনো পরিকল্পনা নেই রুশ প্রেসিডেন্টের।

প্রসঙ্গত, ইউক্রেনে প্রায় আড়াই মাস ধরে চলা আগ্রাসনকে যুদ্ধ নয়, শুরু থেকেই বিশেষ সামরিক অভিযান হিসেবে আখ্যা দিচ্ছে মস্কো।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply