ভাঙছে ফিফা ও ইএ স্পোর্টসের ৩০ বছরের জুটি

|

ছবি: সংগৃহীত

ফিফা-২৩ হতে যাচ্ছে ইএ স্পোর্টস থেকে তৈরি শেষ ফিফা ভিডিও গেম। আর এর মাধ্যমে ভেঙে যাচ্ছে ফিফা ও ইএ স্পোর্টসের ৩০ বছরের অবিস্মরণীয় জুটি। জানা গেছে, ফিফা সামনের বছর থেকে ইএ স্পোর্টস থেকে সরে গিয়ে ইএ স্পোর্টস এফসিতে চলে যাবে।

ইএ প্রায় তিন দশকের অংশীদারিত্বের পর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সাথে তাদের চুক্তি শেষ করছে। ইএ বিশ্বের অন্যতম সফল ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে একটি যারা ফিফা গেমটির মাধ্যমে সারা পৃথিবীব্যপি বিলিয়ন ডলারের ওপরে ব্যবসা করেছে৷

ফিফা এই গেমটির মাধ্যমে বাৎসরিক আয় করেছে প্রায় ১৫০ মিলিয়ন ডলারের কাছাকাছি এবং ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত এই গেম থেকে আয় করেছে প্রায় ৭ বিলিয়ন ডলার।

গত অক্টোবরে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, ফিফা ইএ স্পোর্টসের কাছ থেকে বাৎসরিক ১৫০ মিলিয়ন ডলারের দ্বিগুণ আয় আশা করছিল। এছাড়া চুক্তি নবায়ন করার সময় উভয় পক্ষের কিছু মতবিরোধ থাকার কারণে তাদের চুক্তিটি বাতিল করা হয়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply