রাজধানীতে বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকিসহ আটক ২

|

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত।

বিপুল পরিমাণ অবৈধ ওয়াকিটকি সেটসহ বিক্রয় চক্রের ২ জনকে আটক করেছে র‍্যাব। রাজধানীর মোহাম্মদপুর ও গুলিস্তানের স্টেডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে ১৬৮টি ওয়াকিটকিসহ বিপুল পরিমাণ ব্যাটারি, চার্জার, এন্টেনা, মাউথ স্পিকার ও ব্যাক ক্লিপ উদ্ধার করা হয়। জব্দকৃত এসব ওয়াকিটকির বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা।

সোমবার (২৩ মে) রাজধানীর কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-৩ এর অধিনায়ক এসব তথ্য জানান। তিনি বলেন, আলেফিন ট্রেড করপোরেশনের মালিক ও তার সহযোগী দীর্ঘ ৫ বছর ধরে এগুলো বিক্রি করে আসছিল। আসামিদের ওয়াকিটকি সেট ব্যবহার সংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সংক্রান্ত কোনো সনদ নেই বলেও জানায় র‍্যাব।

বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, সরকারি প্রতিষ্ঠান ছাড়া কালো রঙের ওয়াকিটকি ব্যবহার ও বিক্রির কোনো অনুমতি নেই বলে জানান লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহম্মেদ। এরপরও অবৈধভাবে গত ৫ বছরে প্রায় ২ হাজার ওয়াকিটকি শতাধিক ব্যক্তির কাছে বিক্রি করেছে এই চক্র। র‍্যাব-৩ এর অধিনায়ক আরও বলেন, এসব ওয়াকিটকি দিয়ে অপরাধীরা ভুয়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে অপরাধ করে আসছে বলে র‍্যাবের কাছে তথ্য আছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply