পদ্মা সেতুর উদ্বোধন; ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে কলকাতাও

|

কলকাতার গুরুত্বপূর্ণ ৮ পয়েন্টে সরাসরি দেখানো হবে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশের স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে কলকাতাও। জানা গেছে, কলকাতার গুরুত্বপূর্ণ আটটি পয়েন্ট থেকে সরাসরি দেখানো হবে বাংলাদেশে নির্মিত বহুল প্রতিক্ষীত পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান।

কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের বিশেষ অনুরোধে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ও কলকাতা পৌরসভা নিয়েছে এ উদ্যোগ। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ উপ-দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি রঞ্জন সেন।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের পাশপাশি কলকাতার মানুষকেও ঐতিহাসিক এ মুহূর্তের সাক্ষী করতে পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ জানানো হয়। উপ-দূতাবাসের অনুরোধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের দায়িত্ব নিয়েছেন।

জানা গেছে, শুক্রবার (২৪ জুন) থেকেই পার্ক সার্কাস, ভিক্টোরিয়াল মেমোরিয়ালসহ কয়েকটি জায়গায় ডিজিটাল বিলবোর্ডে এরইমধ্যে দেখানো হচ্ছে উদ্বোধনের নানা প্রস্তুতির চিত্র। আর শনিবার (২৫ জুন) সকালে কলকাতাবাসী বাংলাদেশের পদ্মা সেতুর উদ্বোধন দেখবেন সরাসরি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply