লিওনেল মেসি, নেইমার জুনিয়রদের ক্লাব পিএসজি থেকে বরখাস্ত হলে চুক্তি অনুযায়ী ক্লাব কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ হিসেবে ১৫ মিলিয়ন ইউরোর পুরোটা চান কোচ মউরিসিও পচেত্তিনো। তবে পুরো অর্থ দিতে চায় না প্যারিসের ক্লাবটি। সমস্যা সমাধান না হওয়ায় পচেত্তিনোকে ছাঁটাই করার ঘোষণা দিতে পারছে না পিএসজি।
পিএসজির সাথে এই আর্জেন্টাইন কোচের চুক্তি অনুযায়ী, ছাঁটাই করলে ১৫ মিলিয়ন ইউরো দিতে হবে ফ্রান্সের চ্যাম্পিয়নদের। তাইতো ছাঁটাইয়ের আগে পুরো অর্থ দাবি করেছেন পচেত্তিনো। এই ১৫ মিলিয়ন ইউরোর মধ্যে ৩ মিলিয়ন ইউরো পাবেন পচেত্তিনোর সাপোর্ট স্টাফরা।
এদিকে, পচেত্তিনোর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এতদিন শোনা যাচ্ছিল ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানই হতে যাচ্ছেন পিএসজির পরবর্তী কোচ। তবে, প্রাক্তন রিয়াল মাদ্রিদ বস পার্ক দেস প্রিন্সেসের হট সিট নেওয়ার আলোচনা থেকে এরইমধ্যে বাদ পড়েছেন। বরং, ক্রিস্টোফ গাল্টিয়ার পিএসজির দায়িত্ব নিতে যাচ্ছেন এমন খবরই শোনা যাচ্ছে। সূত্র: গোল.কম।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজে বসে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে কেক কাটলেন ক্রিকেটাররা
জেডআই/
Leave a reply