তেলেঙ্গানায় পর পর দুই দিন মাছবৃষ্টি! (ভিডিও)

|

ভিডিও থেকে সংগৃহীত ছবি।

প্রবল বৃষ্টিপাত হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যে। এরই মধ্যে দক্ষিণের এই রাজ্যের এক শহরে আকাশ থেকে মাছ পড়ার ঘটনা  ঘটেছে বলে দাবি করছে স্থানীয়রা।

গত শনিবার ( ৯ ও ১০ জুলাই) তেলেঙ্গানায় বৃষ্টির সাথে আকাশ থেকে মাছ পড়েছে দাবি করেছে স্থানীয়রা। ঘটনায় চমকেই গেছে তেলেঙ্গানার মানুষ। তবে বৃষ্টিতে ভিজে ভিজে ওই মাছ ধরতেও দেখা গেছে এক ভিডিওতে।

ভারতীয় গণমাধ্যম নিউজ১৮ এর প্রতিবেদন থেকে জানা যায়, তেলেঙ্গনার জাগিতাল শহরের সাইনগরে গত শুক্র এবং শনিবার পর পর দুই দিন এই মাছ বৃষ্টি ঘটনা ঘটেছে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, বিরল হলেও এই ঘটনা অস্বাভাবিক নয়। আকাশ থেকে শুধু মাছ কেন, ব্যাং এমনকি কাঁকড়ার বৃষ্টিও হতে পারে।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে

আবহাওয়াবিদরা এও জানিয়েছেন, খারাপ আবহাওয়ায় অনেক সময়েই সমুদ্র বা বড় জলাশয় থেকে টর্নেডোর মতো পানির চোঙ্গা আকৃতি সৃষ্টি হয়। ওই ঘুর্নায়মান জলরাশির সাথে জলজ প্রাণী মেঘের উপরে ওঠে যায়। যা পরে বৃষ্টির মতো ঝড়ে পড়ে।

তেলেঙ্গানার ওই বৃষ্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, ওই ভিডিওতে দেখা যাচ্ছে আকাশ থেকে পড়া মাছ লাফাচ্ছে মাটিতে। সেই মাছ থালায় সংগ্রহও করছে এক ব্যক্তি।

এনবি/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply