রাষ্ট্রপতি পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কায় জরুরি অবস্থা

|

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে মালদ্বীপে যাওয়ার কয়েক ঘণ্টা পর দেশব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বুধবার (১৩ জুলাই) শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

লঙ্কান প্রধানমন্ত্রীর মুখপাত্র দিনুক কলম্বেজ এএফপিকে বলেছেন, প্রেসিডেন্ট দেশের বাইরে থাকায় দেশের পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শ্রীলঙ্কার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন, কলম্বোতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে চলমান বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমাদের কারফিউ দেয়া দরকার ছিল।

এর আগে, দেশব্যাপী পদত্যাগের দাবিতে বিক্ষোভের মুখে সামরিক বিমানে করে দেশ ছাড়েন লঙ্কান রাষ্ট্রপতি গোতাবায়া।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দেশ ছাড়ার জন্য বিমানবন্দরে গিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তাদের কেউ তার পাসপোর্টটি সিল করার জন্য ভিআইপি স্যুটে যাননি। তবে বিক্ষুব্ধ জনতার মধ্যে তিনি অন্য কোনো অভিবাসন ডেস্কে যাওয়ার ঝুঁকিও নেননি।

আরও পড়ুন: বিরক্ত করায় লাইভ চলাকালীন যুবককে থাপ্পড় দিলেন পাকিস্তানি সাংবাদিক (ভিডিও)

এরপর প্রেসিডেন্ট গোতাবায়া ও তার স্ত্রীকে ছাড়াই আরব আমিরাতের উদ্দেশে ৪টি ফ্লাইট বিমানবন্দর ছেড়ে যায়। তারপরেও দেশ ছাড়ার চেষ্টা থেমে ছিল না তার।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply