ক্লাব প্রেসিডেন্টের কাছে মেসিকে চাইলেন জাভি

|

ছবি: সংগৃহীত

লিওনেল মেসিকে বার্সেলোনায় ফেরাতে চাইছেন কোচ জাভি হার্নান্দেজ। এরই মধ্যে সভাপতি হুয়ান লাপোর্তাকে তিনি চাপ দিয়ে যাচ্ছেন বলে সংবাদ প্রকাশ করছে ফোর্বস। পিএসজির সাথে মেসির দুই বছরের চুক্তি শেষ হচ্ছে আগামী বছরের ৩০ জুন। সেই সময়ে ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে নেয়ার পরিকল্পনা রয়েছে জাভির।

অর্থনৈতিক টানাপোড়নে বিপর্যস্ত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে খারাপ সময়ের মধ্যেও দলবদলের বাজারে একের পর এক চমক দেখাচ্ছে দলটি। নতুন মৌসুমের জন্য লেভানদোভস্কি-রাফিনিয়াদের মতো তারকাদের ভেড়ানো হয়েছে ন্যু ক্যাম্পে। সেই সাথে দলে এসেছেন আন্দ্রিয়াস ক্রিশ্চেনচেন, ফ্রাঙ্ক কেসিদের মতো ইউরোপে পরীক্ষিত পারফর্মাররা। চলতি দলবদলে সবধরনের অসাধ্যকেই সাধন করে চলেছে বার্সা।

ছবি: সংগৃহীত

এবার নতুন চমক দেখানোর অপেক্ষায় স্প্যানিশ ক্লাবটি। লিওনেল মেসিকে আবারও ন্যু ক্যাম্পে ফেরাতে চাইছেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ। ফরাসি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, বিষয়টি নিয়ে সভাপতি হুয়ান লাপোর্তাকে চাপ দিয়ে যাচ্ছেন মেসি, ইনিয়েস্তার সাথে ক্লাব ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা ‘অপ্রতিরোধ্য বার্সা’ গড়ার এই কারিগর।

গত বছরের আগস্টে বার্সেলোনার সাথে দুই দশকের সম্পর্ক শেষ হয় মেসির। এরপরই দুই বছরের চুক্তিতে মেসি যোগ দেন ফরাসি ক্লাব পিএসজিতে। মেসিকে দলে পেতে কাতালানদের অপেক্ষা করতে হবে আরও এক বছর। ওই সময়টাতে ফ্রি এজেন্ট হিসেবে দলে নেয়ার তাগিদ জাভির। তবে পিএসজির সাথে মেসির চুক্তি অনুসারে, চাইলে আরও এক বছর মেয়াদ বাড়াতে পারবেন এই আর্জেন্টাইন মায়েস্ত্রো। এছাড়াও ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে যোগ দেয়ার খবরও ভাসছে বাতাসে। তবে জাভি মনে করেন, এখনও শীর্ষ পর্যায়ের ফুটবলে অনেক কিছুই দেয়ার আছে মেসির।

নিজের পরবর্তী যাত্রা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলেননি লিওনেল মেসি। তবে স্প্যানিশ কোচ জাভির চাওয়া যদি পূরণ হয়, তাহলে ২০২৩-২৪ মৌসুমে আবারও বার্সায় ঘটতে পারে ন্যু ক্যাম্পের সর্বজয়ী তারকার প্রত্যাবর্তন।

আরও পড়ুন: মেসির বার্সা-অধ্যায় শেষ হয়ে গেছে, আমি বিশ্বাস করি না: লাপোর্তা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply